গানঃ সূর্যদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি
শিল্পীঃ সৈয়দ আব্দুল হাদী
গীতিকারঃ মনিরুজ্জামান মনির
সুরকারঃ আলাউদ্দীন আলী
সূর্যদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি
ও আমার বাংলাদেশ, প্রিয় জন্মভূমি।।
জলসিঁড়ি নদীর তীরে,
তোর খুশির কাঁকন যেন বাজে
ও—কাশবনে ফুলে ফুলে,
তোর মধুর বাসর যেন সাজে
তোর একতারা হায়,
করে বাউল আমায় সুরে সুরে।।
আঁকাবাঁকা মেঠো পথে
তোর রাখাল হৃদয় যেন হাসে
ও—পদ্ম পাতা, দীঘির ঝিলে
তোর সোনার স্বপন যেন ভাসে
তোর এই আঙিনায়
ধরে রাখিস আমায় চিরতরে।।
books shop https://www.sonalisign.com
ReplyDelete